fbpx

লকডাউনে শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে ১২টা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ব্যাংক খোলা রাখার সময়ের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিদিন সকাল ১০টা দুপুর ১২টা পর্যন্ত লেনদেন চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার (৪ এপ্রিল) ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় সরকার চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ৫ এপ্রিল থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সেখানে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লেনদেনের এই সময়সূচি অব্যাহত থাকবে। তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিনিয়োগকারীদের অনলাইন প্লাটফর্মে লেনদেন করার বিষয়ে উৎসাহিত করছে।

Advertisement
Share.

Leave A Reply