fbpx

লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এরই মাঝে গোটা বিশ্বে ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর অন্তত ৪৪ টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশও দেশটির সাথে যোগাযোগ বন্ধ করেছে। পাশ্ববর্তী দেশ ভারতেও গত ২৪ ঘন্টায় শনাক্ত ১ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের  সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জন। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

শুক্রবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো   হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত  করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ১৭০ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ  ৫০ হাজার ৫৩৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply