fbpx

শপথ নিলেন শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার আইওয়ান-ই-সদরে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

সেখানে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় এদিন সেনেট চেয়ারম্যান সাদিক সানজারনি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শাহবাজের নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ৩১ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী ও ৩ উপদেষ্টা।

সোমবার রাতে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভায় প্রথম পর্যায়ে স্থান পাওয়া পূর্ণাঙ্গ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করে।

এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ জারদারি জানান, তার দল মন্ত্রিত্ব নেবে না। তখন ক্ষমতাসীন জোটের দলগুলোর মধ্যে মন্ত্রিসভার অংশীদারিত্ব নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

পরে শনিবার পার্লামেন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে জারদারি বলেন, তারা চান তাদের বন্ধুরা যেন আগে (মন্ত্রিসভায়) জায়গা পান।

Advertisement
Share.

Leave A Reply