fbpx

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত, কওমি মাদ্রাসা আওতামুক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরেক দফায় বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। কওমি মাদ্রাসা বাদে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

এম এ খায়ের বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’

এদিকে বৃহস্পতিবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছিলেন, ‘করোনার জন্য এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে এ বিষয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, করোনার জন্য গেল ১৭ মার্চ থেকে দেশের সক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। পরে কয়েক দফায় এ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply