fbpx

শিগগিরই যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া: ইউক্রেনের প্রেসিডেন্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়া শিগগিরই ‘ইউরোপে বড় যুদ্ধ’ শুরু করে দিতে পারে বলে আশঙ্কা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। রয়েছে হাজারো সাজায়ো যান।

টেলিগ্রামে পোস্ট করা ১০ মিনিটের একটি ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেণে হামলা চালানোর জন্য অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং দুই দেশের চলমান অস্থিরতার সমাধানে আলোচনায় বসার জন্য সাড়া দেয়নি মস্কো।

তিনি বলেন, ‘ রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য আমি ফোন দিয়েছি। ফল: নিরবতা।‘

জেলেনস্কি আরও বলেন, ‘ ইউক্রেনের জনগণ ও সরকার শান্তি চায়। তবে আমরা যদি হামলার শিকার হই, আমাদের স্বাধীনতা ও জনজীবন হুমকির মুখে পড়ে তাহলে পাল্টা লড়াই করবো।‘

রাশিয়ার হামলার আশঙ্কায়, বুধবার রাত থেকে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন।

Advertisement
Share.

Leave A Reply