fbpx

শিশুদের টিকা দেওয়ার টেকনিক্যাল বিষয়গুলো পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিশুদের টিকা দেওয়ার টেকনিক্যাল বিষয়গুলো পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয় প্রান্তে যুক্ত হয়ে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ছবি: আলতাফ হোসেন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিনের বিষয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, ১৮ বছরের নিচের শিশুদের করোনা টিকা দেওয়া যায় কিনা, সে বিষয়ে টেকনিক্যাল বিষয় দেখতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে। প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৮ মাস ধরে করোনা মহামারির কারণে আবাসিক হলগুলো বন্ধ আছে। এগুলো সংস্কারের প্রয়োজন। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, যেহেতু বিশ্ববিদ্যালয় নিজস্ব সিন্ডিকেট মেনে চলে, তাই তারাই সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

করোনা পরিস্থিতির অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে বলেও জানান দীপু মনি।

এদিকে, আজকের বৈঠকে স্থানীয় সরকার-পৌরসভা সংশোধন আইন ২০২১’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ আইন অনুযায়ী, ৫ বছর মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন না হলেও পৌরসভার মেয়র, সরকার চাইলে সর্বোচ্চ ৬ মাসের জন্য প্রশাসক দিতে পারবে। তারা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।

Advertisement
Share.

Leave A Reply