fbpx

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, চলছে উদ্ধার কাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ পঞ্চাশের বেশি যাত্রী নিয়ে ডুবে গেছে। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর সৈয়দপুর এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাবিতা আল হাসান নামের লঞ্চটি সন্ধ্যা ৬ টার একটু পর লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। কিন্ত যাত্রাপথে শীতলক্ষ্যা নদী সংলগ্ন চর সৈয়দপুর এলাকার ব্রিজের কাছে একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল জানান, লঞ্চটি সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়লে এটি দুর্ঘটনার শিকার হয় এবং অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।

নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, একটি লঞ্চ ডুবেছে। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যাচ্ছেন। এটি শীতলক্ষ্যা নদীর চায়না ব্রিজ সংলগ্ন স্থানে ঘটেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, হতাহতের ব্যাপারে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

Advertisement
Share.

Leave A Reply