fbpx

শীতের কঠিন সময় পার করায় ইউক্রেনীয়দের ধন্যবাদ জানালেন জেলেনস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কঠিন সময় পার করায় ইউক্রেনীয়দের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপি দিয়েছে এ খবর।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য শীতকাল অনেক কঠিন সময় ছিলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি নিয়ে নিয়মিত ভাষণের অংশ হিসেবে বুধবার তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ করে শীতকালে ব্যাপক হামলা চালায় রাশিয়া। রাশিয়ার এই পদ্ধতিগত হামলা ইউক্রেনকে অনেকটা কোণঠাসা করে ফেলে। বিশেষ করে ইউক্রেনের জনগণ এই সময়ে বিদ্যুতের ব্যবহার তেমনভাবে করতে পারেনি। রাশিয়ার এই হামলার মূল উদ্দেশ্য ছিলো বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানো। যার জন্য তীব্র শীতে অনেক কষ্ট করতে হয় ইউক্রেনের মানুষদের।

শীতের এই কঠিন সময় পার করতে পেরে ইউক্রেনীয়রা খুশি। ইউক্রেনীয়দের প্রশংসাও করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা এই শীতকাল কাটিয়ে উঠেছি। এটা খুবই একটা কঠিন সময় ছিল। সময়টা এতই খারাপ ছিলো যে সবাই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। তবে এখন আমরা সুন্দরভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারছি।’

খারাপ সময় কাটিয়ে উঠলেও রাশিয়া এমন হামলা আবারো চালাতে পারে বলে সবাইকে সতর্কও করেন জেলেনস্কি।

Advertisement
Share.

Leave A Reply