fbpx

শুক্র গ্রহে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নাসা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলের পর এবার শুক্র গ্রহে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানায়, ২০২৮ ও ২০৩০ সালের মধ্যে দু’টি অভিযান পরিচালনা করা হবে।

নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘৩০ বছরেরও বেশি সময় ধরে শুক্রে কোনও অভিযান চালানো হয়নি। এই অভিযানের মধ্য দিয়ে গ্রহটিকে খতিয়ে দেখার সুযোগ পাব।’

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানায়, দুটি অভিযানের মধ্যে একটির কাজ হবে গ্রহটির পরিবেশ সম্পর্কে জানা আর অন্যটি পরিচালনা করা হবে এর ভূপৃষ্ঠের মানচিত্র তৈরির জন্য।

পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ শুক্র। গ্রহটির সাথে মিল রয়েছে পৃথিবীর। তবে এ গ্রহের তাপমাত্রা অনেক বেশি। ২০১৯ সালে এক গবেষণায় এই গ্রহের তাপমাত্রা স্থিতিশীল এবং শত শত বছর আগে সেখানে পানি থাকার কথাও বলা হয়েছিল।

কিন্তু শুক্রর বায়ুমন্ডল এখন বিষাক্ত হয়ে উঠে মৃতপ্রায় এক গ্রহে পরিণত হয়েছে। পৃথিবীর পরিবেশের তুলনায় ৯০ গুণ বেশি দূষিত হয়ে উঠেছে শুক্রের পরিবেশ। এর তাপমাত্রা এখন ৪৬২ ডিগ্রি সেলসিয়াস ।

Advertisement
Share.

Leave A Reply