fbpx

শেষ পর্যন্ত টিকতে পারবেন তো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবিতে দেশটির মন্ত্রীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে বলা যায়। অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ দিয়ে যার শুরুটা হয়েছিল।

বৃহস্পতিবার ৭ জুলাই শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যের মন্ত্রিসভার ৫০ জনের বেশি মন্ত্রীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

বরিস জনসনের পদত্যাগের দাবিতেই এই গণহারে পদত্যাগ শুরু হয়েছে। তবে ক্ষমতা সহজেই ছাড়ছেন না বরিস। তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। পদত্যাগ করতে বলায় নিজের শিবিরের কমিউনিটি সেক্রেটারি মাইকেল গভকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন।

ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির মধ্যে তীব্র বিদ্রোহ এবং মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের পর তার প্রধানমন্ত্রিত্ব রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বুধবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তাকে যে তীব্র প্রশ্নবানের মুখোমুখি হতে হয়, সেখানে অবশ্য তিনি বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে জনগণ তাকে বিপুল ম্যান্ডেট দিয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান।

তবে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারবেন তো এই বিতর্কিত প্রধানমন্ত্রী? সেই প্রশ্ন এখন বিশ্ব মিডিয়ার।

Advertisement
Share.

Leave A Reply