fbpx

শ্রমিকদের ১৫ দিনের বেতনসহ ঈদের বোনাস আগেভাগেই দেওয়ার নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদের আগেই শ্রমিকদের বোনাস এবং এপ্রিল মাসের অন্তত অর্ধেক বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

সোমবার বিজয়নগর শ্রমভবনে এ নির্দেশ দেন তিনি। সভায় মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সদস্যরা উপস্থিত ছিলেন।

মালিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ছুটির আগে প্রথমে বোনাস পরিশোধ করবেন। তারপর বেতন পরিশোধ করবেন। সর্বশেষ এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতনও পরিশোধ করতে হবে।’

শ্রমিকদের ঈদের ছুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্ধারিত সরকারি ছুটি অনুযায়ি শ্রমিকরা ছুটি পাবে। এর বাইরে মালিক শ্রমিক প্রতিনিধিরা পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ছুটি বাড়াতে পারবেন।’

তবে কোনো কারখানায় জরুরি রপ্তানি আদেশ থাকলে শ্রমিকদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ঈদের ছুটিতে কাজ চালিয়ে নেওয়া যাবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

Advertisement
Share.

Leave A Reply