fbpx

শ্রমিক বিক্ষোভে পুলিশের রাবার বুলেট, দু পক্ষের আহত ২৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। টঙ্গীর মিলগেট এলাকায় একটি পোশাক কারখানায় ঈদের ছুটি ৩ দিনের পরিবর্তে বাড়িয়ে ১০ দিন করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

১০ মে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা ।

পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হন। এসময় সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ৮ জন পুলিশ সদস্য ও ১৯ জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ১৩ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, শ্রমিকরা সরকারি নির্দেশ অমান্য করে বিক্ষোভ কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করে। পুলিশকে উদ্দেশ্য করে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিকরা আহত হয়।

Advertisement
Share.

Leave A Reply