fbpx

সংক্রমণ কমলে শিগগিরই খুলবে স্কুল: শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস সংক্রমণের হার আরেকটু কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘সংক্রমণ যেভাবে নেমে আসছে। এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব।‘

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশুনায় পিছিয়ে না যায়, এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।‘

ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। এ অসুখে যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ তাই সপ্তাহে ছয়দিন হয়ত ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা।‘

শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সার্বিক প্রস্তুতি আছে, সংক্রমণের হার আরেকটু কমলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘স্কুল খুললে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বরে খুলতে পারলেও প্রস্তুতি আছে, অক্টোবরে খুলতে পারলেও প্রস্তুতি আছে। তবে করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকলে গতবারের মতো মূল্যায়ন করা হবে।‘

Advertisement
Share.

Leave A Reply