fbpx

সংলাপ নয়, আলোচনার জন্য বিএনপিকে ইসির আমন্ত্রণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপিকে আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার (২৮ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘মূল জিনিসটা হলো, আমরা কিন্তু সংলাপে আহ্বান করিনি। সংলাপ বিষয়টি আনুষ্ঠানিক। আমরা কোনোভাবেই ওনাদের সংলাপে ডাকিনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক মানে সংলাপ; অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। অত্যন্ত বিনীতভাবে এ আহ্বান করেছি।’

যদি কোনো ভুল–বোঝাবুঝি হয়ে থাকে, তা নিরসনে সংবাদ সম্মেলন বলে জানান হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘চিঠি কমিশন থেকে দেওয়া হয়েছে। সরকারের পরামর্শ অনুযায়ী নয়। আমরা ব্যথিত হই, যখন বলা হয়, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করি, আজ্ঞা বহন করিনি। আমরা নির্বাচন বিষয় নিয়ে আলাপ করে আমাদের চিন্তার মধ্যে ফুটে উঠেছে— বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়।’

কূটনৈতিক মহলে সংলাপ আয়োজনের আলোচনার মধ্যে এমন চিঠি দেওয়া কি-না জানতে চাইলে হাবিবুল আউয়াল বলেন, ‘এ ধরনের বিষয় আমাদের নলেজে নেই। আমাদের চিন্তা থেকে উদ্ভূত সিদ্ধান্ত থেকে এ চিঠি দেওয়া হয়েছে। চাপের কথা যেটা বলেছেন এটা সম্পূর্ণ অমূলক ধারণা।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply