fbpx

সকল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক নিয়ে আলোচনার নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি  শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে আগামী ২৩ মে। ১৯৭৩ সালের ২৩ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক পেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

চলতি বছরের ২৩ মে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। এই পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সব মাদ্রাসায় এ সম্পর্কে আলোচনা সভা আয়োজন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন বুধবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে সব স্তরের মাদ্রাসায় আলোচনা সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্বশান্তি পরিষদ। আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।

সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং বিশ্ববন্ধু।

Advertisement
Share.

Leave A Reply