fbpx

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খসড়া আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবেন। প্রবাসী কর্মীরাও এ কর্মসূচিতে চাঁদা দিয়ে অংশ নিতে পারবেন। কমপক্ষে ১০ বছর প্রিমিয়াম দিতে হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, ৬০ বছর পূর্ণ হওয়ার পর থেকে পেনশন পাওয়া শুরু হবে। চাঁদা কত হবে, তা বিধি করে নির্ধারণ করা হবে।

পেনশনাররা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, পেনশনে থাকাকালে ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে চাঁদা জমাকারীর নমিনি অবশিষ্ট সময়কালের জন্য ওই মাসিক পেনশন পাবেন।

তিনি বলেন, ‘এই স্কিমে সরকারি চাকরিজীবীরা থাকবেন না। পেনশন পাওয়ার আগে কেউ মারা গেলে তার জমা টাকার সঙ্গে একটি এককালীন বেনিফিট পাবেন ওয়ারিস।’

একজন চেয়ারম্যানের নেতৃত্বে চারজন সদস্য নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে। এ ছাড়া ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Advertisement
Share.

Leave A Reply