fbpx

সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে পড়লেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সমালোচনার মুখে রিতিমতো ক্ষমা চাইতে হয়েছে তাকে।

করোনার চলমান স্বাস্থ্য বিধির মধ্যেই হ্যানকক ও তার সহকর্মী গিনা কোলাডঅ্যাঞ্জেলোর সাথে অন্তরঙ্গ মুহূতের একটি ছবি সংবাদপত্রে প্রকাশ হয়। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ছবিটি গেল ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়েছিল।

এরপরই সামাজিক দূরত্ব বাজায় রাখার বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়ে ওঠে গোটা দেশ। অনেকেই হ্যানকককে মন্ত্রিসভা থেকে বের করে দেয়ার দাবি তোলেন।

সমালোচকদের দাবি, স্বাস্থ্যবিধি তৈরি করা খোদ স্বাস্থ্যমন্ত্রীই যখন নিয়ম ভাঙ্গেন তখন তাকে বরখস্ত করাই উচিৎ।

যদিও যুক্তরাজ্যের বিধি অনুযায়ী কাজের সময় দূরত্ব রাখার বিষয়ে আইনি কোনো নির্দেশনা নেই। তবে সরকারের পরামর্শ অনুযায়ী করোনা সংক্রমণ এড়াতে সব ক্ষেত্রেই অন্তত এক মিটার দূরত্ব রাখার কথা বলা হয়েছে।

বিষয়টি সামনে আসার পরই এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যানকক বলেন ‘আমি মানুষকে হতাশ করেছি।’

ডাউনিং স্ট্রিটের এ বিষয়ে বৈঠক হলে প্রধানমন্ত্রী বরিস জনসনও তাকে ক্ষমা করেছেন। হ্যানককের বিষয়ে ব্রিটিশ সরকারের আস্থা রয়েছে বলেও জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply