fbpx

সিঙ্গাপুরের ধনীর তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত আজিজ খান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২২ সালে মার্কিন সাময়িকী ফোর্বস-এর সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা মোহাম্মদ আজিজ খান। সিঙ্গাপুরের ৫০ জন ধনীর মধ্যে তিনি ৪২তম স্থান অর্জন করেছেন।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে ফোর্বস।

এর আগেও ফোর্বসের তালিকায় স্থান পেয়েছিলেন আজিজ খান। ২০১৮ সালে তখন তার সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০১৯ সালে সাময়িকভাবে তার সম্পদের পরিমাণ কমে যায়। এরপর ২০২০ সালে ৯৫৫ মিলিয়ন ডলার ও ২০২১ সালে ৯৯০ মিলিয়ন ডলারের মালিক হন এই ধনকুবের।

আজিজ খান বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বহুমুখী ব্যবসায়িক সংস্থা সামিট গ্রুপের চেয়ারম্যান। সংস্থাটির বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়াল স্টেট ইত্যাদি খাতে ২০টির বেশি ব্যবসায় রয়েছে।

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথমে আছেন শেনজেন মিনড্রে বায়ো-মেডিক্যাল ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লি সিটিং। তার সম্পদের পরিমাণ ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার।

Advertisement
Share.

Leave A Reply