fbpx

সিরিয়ায় সরকারপন্থী ও কুর্দিদের সংঘর্ষে নিহত ২৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
গত দুই দিনে দেশটির পূর্বাঞ্চলীয় আরব জাতিগোষ্ঠী–অধ্যুষিত দেইবান এলাকায় এই ঘটনা ঘটেছে ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন সরকারপন্থী ও ৩ জন কুর্দি সমর্থিত বাহিনীর সদস্য। এ ছাড়াও এক নারী এই ঘটনায় নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স(এসডিএফ) জানিয়েছে, সোমবার তাদের নিয়ন্ত্রিত এলাকায় বন্দুকধারীরা প্রবেশ করেছিল। পরে এসডিএফ সমুচিত জবাব দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেও সেখানে আরব জাতিগোষ্ঠীর সঙ্গে এসডিএফের সংঘর্ষ হয়েছিল। সে সময় ১০ দিনের ওই সংঘর্ষে ৯০ জন নিহত হন। সিরিয়াতে যুদ্ধ শুরুর আগে জনসংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ। এখন তাদের অর্ধেকের বেশি মানুষ যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়ে গিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply