fbpx

সিলেটে বন্যার পানি কমছে, বাড়ছে মধ্যাঞ্চলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বাড়ছে মধ্যাঞ্চলে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টিপাত কমায় মধ্যাঞ্চলের বন্যায় ব্যাপক ক্ষতি হবে না। যদিও মাসের শেষ দিকে আবারও বৃষ্টির বাড়ার আভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতি ফের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি না থাকায় আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে শীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে পরিস্থিতি অবনতি হতে পারে।

কেন্দ্রের তথ্য বলছে, দেশের নদীগুলোর ১০৯টি পর্যপেক্ষণ পয়েন্টের মধ্যে ৬৮ টিতে পানি বাড়ছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৯টি নদী।

টানা বৃষ্টি ও উজানের ঢলে গেল সপ্তাহের শুরুতেই ভয়াবহ বন্যা দেখা দেয় সিলেট ও সুনামগঞ্জে। সব মিলে প্রায় ১৩ জেলার বিভিন্ন অঞ্চল এখন কম বেশি প্লাবিত।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গেল এক মাসে বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানিতে ডুবে, সাপের কামড়ে ও বজ্রপাতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। দুর্গতদের খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকট দেখা দিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply