fbpx

সুন্দরবনে আগুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৮ ফেব্রুয়ারি দুপুরেরর দিকে এই আগুন লাগে এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় তিন শতক বনভুমি পুরে গেছে বলে ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম দাবি করেছেন।

এই কর্মকর্তা জানান, দুপুরের দিকে একজন সিপিজে সদস্য বনের মধ্যে ধোয়ার কুন্ডলি দেখে তাকে ফোন করলে, তিনি স্থানীয় লোক ও বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যান। এবং স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে করে ধানসাগর স্টেশনের টহল ফাড়ির এক কিলোমিটার ভেতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে যায়। তবে বড় ধরনের কোন গাছ পুড়েনি।

সুন্দর বনের ভিতরে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি । বিড়ি-সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ফরিদুল ইসলাম।

আগুন ছড়িয়ে পরার কারণ হিসেবে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। বনের গাছের পাতা পড়ে মাটি প্রায় দেড় থেকে দুই ফুট উচু পাতার স্তর তৈরি হয়েছে। যার ফলে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে।

Advertisement
Share.

Leave A Reply