fbpx

সোমবার থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১ কোটি পরিবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল সোমবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবার নির্ধারিত ডিলারদের দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।

ভর্তুকি মূল্যে অক্টোবর মাসের জন্য দেশব্যাপী এই কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে টিসিবি।

রবিবার (১৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

এক্ষেত্রে একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা ও পেঁয়াজের দর ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply