fbpx

সৌদির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। আগামী শুক্রবার (৩ নভেম্বর,২০২৩) ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। তার আগেই সৌদির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক। খবর বিবিসির।

এদিকে তাদের এই বৈঠকের বিষয়ে সৌদির ডি-ফ্যাক্টো নেতা ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমাদের ঘনিষ্ঠ এবং কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করার পাশাপাশি এই অঞ্চলে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে তারা বৈঠক করেছেন। তাদের মধ্যে এমন এক সময় বৈঠক হলো যখন মধ্যপ্রাচ্যের অনেক নেতাই ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনের তীব্র সমালোচনা করে আসছেন।

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় ছিল। কিন্তু হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে এই পরিস্থিতি কিছুটা বদলে গেছে। গত সপ্তাহে সৌদি কর্মকর্তারা মার্কিন সিনেটরদের একটি প্রতিনিধি দলকে সতর্ক করে দিয়েছিলেন যে, গাজায় ইসরায়েলের স্থল অভিযান খুব খারাপ পরিণতি ডেকে আনবে।

 

 

Advertisement
Share.

Leave A Reply