fbpx

সৌদি আরবে সাপ্তাহিক ছুটি তিন দিন করার পরিকল্পনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাপ্তাহিক ছুটি তিন দিন করার পরিকল্পনা করছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল মদিনা।

গতকাল রোববার (১২ মার্চ) অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়।

সেখানে জানানো হয়, তারা শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে।

সৌদি বেশিরভাগ বড় খাতের প্রতিষ্ঠান ও সংস্থায় সাধারণত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বরাদ্দ থাকে। এখন দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার কর্ম দিবস এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা করছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছিল। যে উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত, তা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে বলেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply