fbpx

সৌদি আরব-পোল্যান্ড থেকে ৪৮ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উপহার হিসেবে সৌদি আরব ও পোল্যান্ড থেকে বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ টিকা পাবে। এর মধ্যে পোল্যান্ড ৩৩ লাখ ডোজ এবং সৌ‌দি আরব ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দি‌চ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি ব‌লেন, সৌ‌দি আর‌বে নিযুক্ত আমা‌দের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার হিসেবে পাচ্ছি। দুই থে‌কে তিন‌ দি‌নের ম‌ধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।

আর পোল্যান্ড বাংলা‌দেশ‌কে ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার দি‌চ্ছে। টিকাগু‌লো যেকো‌নো সময় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে বলেও জানান তিনি।

ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে পোল্যান্ড এসব টিকা দিচ্ছে ব‌লেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

Advertisement
Share.

Leave A Reply