fbpx

স্বাস্থ্যখাতে ব্যক্তির ব্যয় লাগামহীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় লাগামহীন ভাবে বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় উঠে এসেছে, এখন যে ব্যয় হয় তার প্রায় ৬৯ শতাংশ ব্যক্তি নিজে বহন করেন। এই ব্যয়ভার বহন করতে গিয়ে প্রতিবছর ৮৬ লাখের বেশি মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়ছে। ব্যয় বাড়ার কারণে ১৬ শতাংশ মানুষ স্বাস্থ্য সেবা নিতে বিরত থাকেন। অর্থাৎ প্রায় তিন কোটিরও বেশি মানুষ প্রয়োজন হলেও চিকিৎসা নেন না।

রোববার এই গবেষণার ওপর ভিত্তি করে এক অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনে বাংলাদেশে প্রধান অন্তরায় হচ্ছে উচ্চ মাত্রায় ব্যক্তির নিজস্ব ব্যয়। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন থেকে বাংলাদেশ বহুদূর পিছিয়ে রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট সেলের ফোকাল পারসন সুব্রত পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদসহ আরও অনেকে। ব্যক্তির স্বাস্থ্য সেবার ব্যয় ভার কিভাবে কমানো যায় সে বিষয়ে মতপ্রকাশ করেন তারা।

Advertisement
Share.

Leave A Reply