fbpx

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নির্মাতা সি বি জামান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান হার্ট এট্যাকে আক্রান্ত হয়েছেন। তাঁকে শনিবার (২৯ এপ্রিল) আনুমানিক বিকেল ৩ টায় আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় তাঁকে মগবাজারস্থ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং পরিক্ষা-নিরিক্ষা শেষে তাঁর হার্ট অ্যাটাক ধরা পড়ে। ডাক্তার আইসিইউ সাপোর্টে নেওয়ার পরামর্শ দিলে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সিসিইউতে রাখা হয়।

সি বি জামানের একমাত্র পুত্র সি. এফ. জামান সকলের কাছে তার বাবার আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

প্রসঙ্গত, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সরাসরি চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত থেকে বিখ্যাত কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। যার মধ্যে ঝড়ের পাখি, উজান ভাটি,, সুজন সখি, সুভরাত্রি, দিন যায় কথা তাকে, হিসাব নিকাশ, পুরস্কার, কুসুম কলি ইত্যাদি উল্লেখযোগ্য।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রবীণ এই কিংবূন্তি পরিচালক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply