fbpx

হলুদ রঙের আইফোন আনছে অ্যাপল, ১০ মার্চ থেকে প্রি অর্ডার শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গ্রাহকদের চমকে দিতে এবার হলুদ রঙের আইফোন নিয়ে এসেছে অ্যাপল। আইফোন ১৪ ও ১৪ প্লাস ডিভাইসের হলুদ রঙের সংস্করণ চালু করেছে এই টেক জায়ান্ট। এগুলোর দাম যথাক্রমে ৭৯৯ ডলার ও ৮৯৯ ডলার।

এনগ্যাজেট বলছে, এটি ব্যবহারের সময় ব্যবহারকারী বিটলসের ‘ইয়োলো সাবমেরিন’ বা কানাডীয় শিল্পী রাফফির ‘বানানাফোনস’ গান গুণগুণ করলে সেটি তা অবাক হওয়ার মতো কিছু হবে না।

প্রতিবেদন অনুযায়ী, ১০ মার্চ থেকে যুক্তরাজ্য ও কানাডাসহ ৬০টিরও বেশি দেশের গ্রাহক এই হলুদ ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। আর ১৪ মার্চ থেকে হলুদ রংসহ নতুন সিলিকন কেইসে এগুলো পাওয়া যাবে।

আইফোনে অ্যাপলের এই রং ব্যবহারের প্রথম ঘটনা নয় এটি। এর আগে আইফোন ৫সি ডিভাইসে উজ্জ্বল হলুদ রঙের সংস্করণ এসেছিল। আর আইফোন ১১ তে এসেছিল তুলনামূলক বিবর্ণ এক সংস্করণ।

Advertisement
Share.

Leave A Reply