fbpx

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: থাকছে গোপনীয় মেসেজ লক করার সুবিধা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ‘লক চ্যাট’ নামের একটি নতুন ফিচার। এই ফিচারটি ব্যবহার করে যে কোনো চ্যাট লক করার সুযোগ মিলছে। ফলে ব্যক্তিগত বা গোপনীয় মেসেজ লক করা যাবে।

গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচারের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। কারণ এর ফলে ফোনে থাকা অন্যান্য ব্যবহারকারীদের কাছে থেকে গোপন রাখতে পারবেন মেসেজ।

ব্যবহারকারীদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরেই এই ফিচার চালু করা হবে। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের বার্তা সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন। হোয়াটসঅ্যাপের নম্বর লিস্টে থাকা ব্যবহারকারীদের কে কে চ্যাট দেখতে পাবেন এবং কারা পাবেন না তাও নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওয়াবেটা ইনফো জানিয়েছে, যখন কোনো চ্যাট লক করা থাকবে তখন কেবল ব্যবহারকারী পাসকোড এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই ওই লক হয়ে থাকা চ্যাট খুলতে পারবেন।

আপাতত ‘লক চ্যাট’ ফিচারটির পরীক্ষা-নিরীক্ষা চলছে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে। তবে সকলের ব্যবহারের জন্য কবে উন্মুক্ত করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

Advertisement
Share.

Leave A Reply