fbpx

১১ অক্টোবর খুলছে জাবির আবাসিক হল  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।  আগামী ১১ অক্টোবর সকল হল খুলে দেওয়া হচ্ছে। আরও এর ঠিক দশ দিন পর অর্থাৎ ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শনিবার এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাস। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো অনলাইন বা অফলাইন ক্লাসে অংশ নিতে পারবে।’

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় ২১ অক্টোবরে হল খোলার সুপারিশ করা হয়। তবে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা হল খোলার দাবিতে আন্দোলন করে।

এরপর শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করা হয়। সেখানে ৫ অক্টোবরের মধ্যে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা হল খোলার দাবি জানান।

Advertisement
Share.

Leave A Reply