fbpx

১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে এই দিন থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে যেসব স্থানে উক্ত ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডােজ দেওয়ার কাজ সম্পন্ন করে ২য় ডােজ দেওয়া শুরু করতে হবে।

আর ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনােফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।

এই নির্দেশনাটি সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে  বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply