fbpx

১৫ নভেম্বর থেকে ভারতের পর্যটন ভিসা পাবে বাংলাদেশিরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৫ নভেম্বর থেকে আকাশপথে ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

আপাতত ১২০ দিনের জন্য সংক্ষিপ্ত ভিসা দেওয়া হবে। পর্যটকেরা এক ভ্রমণে ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

তিনি বলেন, ‘এখনো করোনার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আকাশপথে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। এ প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে। পর্যায়ক্রমে সড়ক ও রেলপথে ভিসা চালু করা হবে। সব  স্বাভাবিক হলে ভ্রমণ আরও সহজ হবে।’

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সমস্যার বিষয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে।’

দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘এ সপ্তাহের মধ্যেই একটি দল বাংলাদেশে আসবে। আগামী বছরই এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে।’

ঢাকা-চট্টগ্রাম রেলপথের হালদা নদীতে বিএসএফ ও বিজিবি সমস্যা প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এই পথে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েকটি সমস্যা আছে। আমরা দ্রুতই আলোচনায় বসব।’

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনের নির্মাণকাজ বন্ধ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘দুই দেশেরই সীমান্তে এই নির্মাণকাজ বন্ধ রয়েছে। আমাদের দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’

Advertisement
Share.

Leave A Reply