fbpx

২০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফেসবুক, টুইটার, গুগলের পর এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিনী টেক জায়ান্ট অ্যামাজন। ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির।

এর আগে গুঞ্জন উঠেছিল, রিটেইল জায়ান্টটি সামনের মাসগুলোতে ১০ হাজার জনবল কমাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন বিভাগের কর্মীরা নতুন সিদ্ধান্তের ফলে চাকরি হারাবে। এর মধ্যে বিতরণ কর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ ও প্রযুক্তি কর্মীরা অন্তর্ভুক্ত। বিশ্বব্যাপী ১৬ লাখের বেশি কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে অ্যামাজন।

গত নভেম্বরে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, অ্যামাজন ১০ হাজার কর্মীকে বরখাস্তের পরিকল্পনা করছে। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হবে। তবে এখন বলা হয়েছে, সংখ্যাটি দ্বিগুণ হতে পারে।

এর মধ্যে কর্মীদের পারফরম্যান্স-সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করতে পরিচালকদের মন্তব্য চেয়েছে অ্যামাজন।

সূত্র জানায়, বরখাস্ত হওয়া কর্পোরেট কর্মীরা চুক্তি অনুযায়ী ২৪ ঘণ্টার নোটিশ ও বেতন পাবেন।

করোনাকালীন সময়ে বিশ্বে অ্যামাজনের ব্যবসা ফুলেফেঁপে ওঠে। সেসময় অতিরিক্ত কর্মী ও গোডাউন যোগ করতে হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার ক্ষতির মুখ দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি মন্দা ও মূল্যস্ফীতির প্রভাবে সারা বিশ্বে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। প্রযুক্তি ও আর্থিক সংক্রান্ত করপোরেটগুলো কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। পাশাপাশি বড় ধরনের ছাঁটাইয়ে নেমেছে।

Advertisement
Share.

Leave A Reply