fbpx

২৪ ঘণ্টায় ২৫০ রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গেল ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ার অন্তত আড়াইশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের পাল্টা হামলায় ৩২ হাজার ৭৫০ জন রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য দিয়েছেন।

ইউক্রেনের দাবি, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তারা রাশিয়ার ১ হাজার ৪৪০ ট্যাঙ্ক, ৩ হাজার ৫২৮টি সামরিক যান, ৭শ ২২টি আর্টিলারি সিস্টেম ও বিভিন্ন ধরনের ২৩০টি রকেট সিস্টেম ধ্বংস করেছে।

এ সময় আরো ধ্বংস করা হয়েছে রাশিয়ার ৯৭টি অ্যান্টি-এয়ারক্রাফট ওয়ারফেয়ার, ২১৩টি যুদ্ধবিমান, ১৯৭টি হেলিকপ্টার ও ১২৯টি ক্রুজ মিসাইল।

একইসাথে, রুশ বাহিনীর ১৩টি যুদ্ধবিমান, ২ হাজার ৪৮৫টি যান, ৫৫টি জ্বালানি ট্যাঙ্ক ও বিশেষ সরঞ্জাম ধ্বংসেরও দাবি করছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, বাখমুত ও সেভোরোদোনেৎস্কে তাদের পাল্টা জবাবে রাশিয়া সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে।

তবে ইউক্রেনের এমন দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

Advertisement
Share.

Leave A Reply