fbpx

২ কিলোমিটার অন্তর প্রাথমিক স্কুল নির্মাণের সুপারিশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে অগ্রাধিকারভিত্তিতে তা নির্মাণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ৬ জানুয়ারি কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়।

এর আগে গত ডিসেম্বরের এক বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি নজরে আসে কমিটির। এরপরই মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, নাচোলের বসুগ্রামে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে নেই কোন স্কুল। বাকি তিনটি স্কুল আছে সাত কিলোমিটার ব্যবধানে।

বুধবারের বৈঠকে, বসুগ্রামকে অগ্রাধিকারভিত্তিতে এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে বলা হয়। একইসাথে দেশের বিভিন্ন এলাকায়, যেখানে দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানেও অগ্রাধিকারভিত্তিতে বিদ্যালয় নির্মাণের সুপারিশ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply