fbpx

৩০ জুন বা তার কাছাকাছি সময়ে পদ্মা সেতুতে যান চলবে: মন্ত্রিপরিষদ সচিব  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী বছরের ৩০ জুন বা তার আশেপাশের সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিন সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী বছরের ৩০ জুন বা তার আশেপাশের সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের ৮৭ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে।’

এছাড়া, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply