fbpx

৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের ‘সোনামসজিদ শুল্ক স্থলবন্দর’ বন্ধ থাকবে আজ থেকে চার দিন।

আজ বুধবার (১২ মে) থেকে আগামী ১৫ মে পর্যন্ত এই স্থল বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। খবরটি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

মাঈনুল ইসলাম জানান, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চারদিন স্থলবন্দর বন্ধ রাখার এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ মে (বুধবার) থেকে ১৫ মে (শনিবার) পর্যন্ত স্থল বন্দরের সকল ধরণের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ মে রবিবার থেকে আবারও বন্দরের সব কার্যক্রম চালু করা হবে বলে জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply