fbpx

৭ বছরের মধ্যে সর্বনিম্ন দেশের রিজার্ভ !

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ব্যাংকগুলোর ডলার সংকট যেন কাটছেই না। বরং দিনদিন তীব্র হচ্ছে এই সংকট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকটে পড়েছে দেশ। সোমবার (৮ মে,২০২৩) দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৩ কোটি ডলার যা বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে জানা যায় , এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ংন (আকু) মার্চ-এপ্রিল সময়ে আমদানি বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধের পর সোমবার রিজার্ভ কমে গেছে। ডলার সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। যা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্যে দুঃসংবাদই বলা যায়।

করোনা মহামারি শুরু হলে ২০২০ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হু হু করে বাড়তে থাকে। বিমান চলাচল বন্ধ থাকায় তখন প্রায় সকল প্রবাসী আয় বৈধ পথে আসে। আবার আমদানিও তুলনামূলক কমে যায়। ফলে ২০২১ সালের আগস্টে রিজার্ভ বেড়ে প্রথমবারের মতো ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানিসহ অধিকাংশ খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। যার কারণে বেড়ে যায় দেশের আমদানি খরচও। তবে সেই তুলনায় বাড়েনি প্রবাসী ও রপ্তানি আয়। এই কারণে বাংলাদেশ ব্যাংককে প্রতিনিয়ত আমদানি দায় মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। এতে রিজার্ভ প্রতিনিয়ত কমছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সামনে রিজার্ভ আরও কমতে পারে। আমদানির দায় মেটাতে রিজার্ভ বিক্রি করতে হচ্ছে। তবে সামনের মাসে বিদেশি ঋণ ও অনুদানের কিছু অর্থ যোগ হবে। তখন রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে। চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি বিক্রি করেছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভ ২ হাজার ৯৮৩ কোটি ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে রিজার্ভের ৬০০ কোটি ডলার ব্যবহারযোগ্য নয়। আইএমএফের শর্ত মানলে দেশে এখন ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৩৮৩ কোটি ডলার।

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে তীব্র সংকট ছিল ২০২২ সালজুড়ে। রেকর্ড আমদানি দায়ের পাশাপাশি বিদেশী ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ব্যাংকগুলোকে হিমশিম খেতে হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা কাটাতে বছরজুড়েই রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রতিনিয়তই কমছে বৈদেশিক মুদ্রর রিজার্ভ।

Advertisement
Share.

Leave A Reply