fbpx

বিএনপির সমাবেশে বাড়ছে জনসমাগম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চলমান আন্দোলনে পুলিশের গুলিতে পাঁচজন নেতাকর্মীর নিহতের প্রতিবাদে আজকের এই গণসমাবেশের আয়োজন করেছে দলটি।

এদিকে রংপুরে চলছে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট। ধর্মঘট উপেক্ষা করেও শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে গেছে।

রংপুর বিভাগের ৮ জেলাসহ আশেপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা গতরাতেই এসেছেন। তারা মাঠের বিভিন্ন জায়গায় মিছিল, স্লোগান দিচ্ছেন। গতকাল যারা এসেছেন তাদের অনেকেই মাঠে রাত্রিযাপন করেছেন।

সকাল থেকে কুড়িগ্রাম-রংপুর-লালমনিরহাট, রংপুর-দিনাজপুর মহাসড়ক, রংপুর-বগুড়া মহাসড়কগুলোতে অটোরিকশা যোগে বিএনপির নেতা-কর্মীদের আসতে দেখা গেছে।

সমাবেশে আসা অনেকেই বলেছেন ১০০ কিলোমিটার রাস্তা ৯ ঘণ্টা হেটে এসেছেন। অন্যদিকে রংপুর বাস টার্মিনাল এলাকায় গাইবান্ধা, রংপুরের পীরগঞ্জ এবং অন্যান্য জেলার লোকজন অটোরিকশা যোগে আসছেন।

রংপুর-দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের নেতা-কর্মীরা পায়ে হেঁটে, অটোরিকশায় ও পিকআপে করে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে পুলিশ লাইন এলাকায় পুলিশের রিজার্ভ ফোর্স রাখা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement
Share.

Leave A Reply