fbpx

এমবাপ্পে-হালান্ডের চেয়েও আলভারেজ এগিয়ে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের চেয়েও এগিয়ে রাখছেন চিলির সাবেক ফরোয়ার্ড ইভান জামোরানো। আর্জেন্টিনার পত্রিকা “ওলেকে” দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক আলভারেজ।

“এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক স্ট্রাইকার আলভারেজ। ছেলেটা সবখানেই দুর্দান্ত। উইংয়ে তো ভালোই, নিজেদের অর্ধেও ভালো; বলতে পারেন কখনো কখনো সেই ডিফেন্ডার। সবার সাথে মিশে খেলতে পারে, মাথা কাজে লাগিয়ে খেলে। শটও নেয় দুই পায়ে”– বলছিলেন জামোরানো

এবারের বিশ্বকাপে ৪ গোল করেছেন আলভারেজ। যেখানে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে এবং আর্লিং হালান্ডও ম্যানসিটির হয়ে ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল। তা হলে কি করে এদের থেকে সেরা আলভারেজ?

এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়,“হালান্ড উইংয়ে তেমন ভালো খেলে না। এছাড়া এমবাপ্পেকে নম্বর নাইন হিসেবে পরিপূর্ণ মনে হয় না। তবে আলভারেজ সব জায়গায়তেই সমান তালে খেলতে পারে।”

Advertisement
Share.

Leave A Reply