fbpx

তাইজুলের ‘দুই’ ও মিরাজের ‘এক’!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তৃতীয় দিনের শুরুতেই বল হাতে তাইজুল ইসলাম। পিচ থেকে আদায় করে নিলেন টার্ন, টানা দুই বলে প্যাভিলিয়নের পথ দেখালেন অভিষিক্ত আব্দুল্লাহ শফিক এবং আজহার আলীকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারেননি। কিন্তু বাংলাদেশকে এনে দিয়েছেন স্বপ্নের মতোই শুরু।

টেস্ট ক্রিকেটে যে কোন দিনের প্রথম একটা ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ। সেশন বাই সেশন এগোতে হলেও শুরুর সময়টাই বদলে দেয় দৃশ্যপট। প্রথম একটা ঘণ্টায় দুই তিনটা উইকেট তুলে নিলে যে ম্যাচ উভয়ের দিকেই থাকবে, সেটা দ্বিতীয় দিনের শেষেই বলেছেন লিটন দাস। আর সেই উইকেটগুলো যদি এসে যায় প্রথম ওভারেই, তাহলে এর চেয়ে সুন্দর শুরু আর কী বা হতে পারে!

বাবর আজমকে নিজের ১৬তম ওভারে বল করতে এসে প্যাভিলিয়নে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাবরের উইকেটের সাথে সাথেই ড্রিংকস ব্রেকে গিয়েছে দুই দল। পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১০ রান।

Advertisement
Share.

Leave A Reply