আবারও ব্রাইডাল ফ্যাশন শোতে মঞ্চে উত্তাপ ছাড়ালো মনির’স বিউটি লঞ্জ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রায় তিনশ মেকাপ আর্টিস্ট অংশ নেন দুই দিনের কর্মশালায়। সৌন্দর্যের মুন্সিআনা আরও একটু ঝালিয়ে নেন খ্যাতিমান মেকাপ আর্টিস্ট মনির হোসোনের কাছে। কতটা শিখলেন, তা যাচাই করতেই রবিবার রাজধারীর গুলশানে আয়োজন করা হয় ব্রাইডাল ফ্যাশন শো।
শোয়ের বিষেশ আকর্ষণ ছিলেন, ডালিউড কুইন খ্যাত তারকা অপু বিশ্বাস।

ক্যাটওয়াকে অপু বিশ্বাস ও মনির হোসেন।
মজার বিষয় হচ্ছে, ক্যাটওয়াকে যারা অংশ নিয়েছেন তাদের বেশির ভাগই প্রফেশনাল মডেল নন। একে অন্যকে সাজিয়ে এতে অংশ নিয়েছেন মেকাপ আর্টিস্টরাই। প্রদর্শনী শেষে সব শিক্ষার্থীকেই সনদ দেয়া হয়।

মেকাপ আর্টিস্টরাইও ক্যাটওয়াকে অংশ নেন।
শোবিজ তারকাদের প্রিয় মেকআপ আর্টিস্ট মনির হোসেন। দেশের গণ্ডি পেড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার খ্যাতি। দেশের অর্থনীতিতে মেকাপ শিল্পকে আরও প্রসারিত করতে, এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলেই মনে করেন তিনি।