সিরিজের প্রথম দুই ম্যাচে উইন্ডিজের বিপক্ষে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ। উইন্ডিজ দুর্বল দল, তাই ম্যাচের জয় পরাজয় নিয়ে সমর্থকদের মাঝে আগ্রহ কম। যতটুকু আলোচনা কেবল শেষ ওয়ানডের একাদশ নিয়ে। দলে কি কোনো পরিবর্তনের সাহস করবে টিম ম্যানেজমেন্ট, না নামবে অপরিবর্তিত একাদশ নিয়েই?
শনিবার (২৩ জানুয়ারি) মোহাম্মদপুরের উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানিয়েছেন, দলে পরিবর্তন আসতে পারে, তবে খুব বড় করে নয়।

উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি। ছবি: সংগৃহীত
পাপন বলেন, ‘পরিবর্তন আসতে পারে তবে তেমন বড় কোনো পরিবর্তন আমরা আনতে চাই না। একটা জিনিস মনে রাখতে হবে তা হচ্ছে, ওয়ানডে চ্যাম্পিয়নশীপ। আমরা দু’টো ম্যাচ জিতেছি। কিন্তু এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই।’

মোহাম্মদপুর উদয়াচল পার্কে বিসিবি সভাপতি। ছবি: সংগৃহীত
বিসিবি সভাপতির স্পষ্ট কথা, ‘তৃতীয় ওয়ানডেতে এসে বদলে যাবে দলের চেহারা এমন ভাবনা থাকলে বদলে ফেলুন, আগপিছ না ভেবে, কম্বিনেশন নিয়ে চিন্তা না বাড়িয়ে দলের জয়েই খুশি থাকুন’।