fbpx

অক্টোবরের ‘সেরা’ কোহলি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পারফর্ম্যান্স বিবেচনায় আইসিসির অক্টোবর মাসের ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ মনোনীত হয়েছেন ভিরাট কোহলি। সেরার লড়াইয়ে থাকা সাউথ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে এই পুরস্কার অর্জন করলেন ভারতীয় এই তারকা।

নিজের অভিব্যক্তি প্রকাশ করে কোহলি জানান, “মাসসেরার পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমার সাথে বাকি দুইজন যারা তালিকায় জায়গা পেয়েছিলেন, তাদেরকে আর আমার টিমমেটদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অক্টোবর মাসে মাত্র চারটি ইনিংস খেলেন ভারতের এই সেরা ব্যাটার। যার মধ্যে তিনটিতেই ছিলেন অপরাজিত। চলতি বিশ্বকাপে পাকিস্তানের সাথে এক ম্যাজিক্যাল ইনিংস ৮২*(৫৩) খেলে ভারতকে এনে দেন জয়। যেটিকে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবেও দাবি তার। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষেও আছে ৬২*(৪৪) রানের ইনিংস। এর আগে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে আছে ৪৯*(২৮) ইনিংস। ক্রিকেটীয় নৈপুণ্যে ভিরাট আছেন অক্টোবর মাসের সেরা তিন খেলোয়াড়ের তালিকায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ খেলছেন কোহলি। ইতোমধ্যেই মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ ১০৯১ রানের মালিক হয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply