fbpx

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরিফুল ইসলামের সেঞ্চুরি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশের যুবারা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরতে চাপে পড়লেও আরিফুল ইসলামেরে সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে যুবা টাইগাররা। ১০৩ বলে ১০৩ রান করেছেন আরিফুল। ১০ বলে ১৬ রান করে ক্রিজে থাকা মোহাম্মদ শিহাব জেমস। ১ রানে অপরাজিত আছেন অধিনায়ক মোস্তাফিজুর রহমান।

এর আগে ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে অনূর্ধ্ব-১৯ দল।শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। ওভারপ্রতি চারেরও কম রান থাকে বাংলাদেশের। এরই মধ্যে দলীয় ২৯ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। নবম ওভারের চতুর্থ বলে আদিলকে ফেরান আর্য্য গর্গ। ২৮ বলে ২ চারে ১৩ রান করেন আদিল।

তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন গ্রেগ। আউট হওয়ার ১৩ রান করেন আদিল। পরে ক্রিজে আসেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন শিবলী। এরপরেই অবশ্য অ্যারিন নাদকার্নির বলে কাটা পড়েন শিবলী (২৭)।

দুই ওপেনার আদিল ও শিবলি ফেরার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ২ উইকেটে ৬৭ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন আরিফুল ইসলাম। তবে আরিফুলের সঙ্গে জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি রিজওয়ানের। দলীয় ৯৪ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৩ তম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ফেরান পার্থ প্যাটেল। তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আহরার আমিন।

উইকেট পড়লেও দলীয় রানের চাকা সচল রাখেন আরিফুল। ৬৫ বলে ৩ চারে ৫০ রান করা আরিফুল সেঞ্চুরি করেন ৯৯ বলে।

Advertisement
Share.

Leave A Reply