fbpx

অ্যানফিল্ডে লিভারপুলের হোঁচট!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এক দল শিরোপার দাবিদার, অন্য দল অবনমনের শঙ্কায়! এমন দুই দলের লড়াইটাকে বলা যেতে পারে, ‘অসম লড়াই’। অ্যানফিল্ডে তাই হয়েছে। ধারে-ভারে ওয়েস্ট ব্রমের থেকে যোজন যোজন এগিয়ে লিভারপুল। কিন্তু, মাঠে সেই চেনা লিভারপুলের দেখা মিলল না। পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ওয়েস্ট ব্রমের সাথে ১-১ গোলে ম্যাচ ড্র হয়েছে।

প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট ব্রমের নতুন কোচ স্যাম অ্যালেডাইসের কৌশলটাই কাজে লাগলো। জিতবো না, জিততে দিবোও না। অতিমাত্রায় রক্ষণাত্মকের ছক সাজিয়েছিলেন অতিথি দলের কোচ। লিভারপুলকে রুখতে ৪-৫-১ ছক। তাই জমাট রক্ষণে গিয়ে সালাহ-ফিরমিনোরা আটকে গিয়েছে বারবার।

জিততে হলে গোল পেতে হবে, এমন পরিস্থিতি বল উড়িয়ে মারা ছাড়া গতি ছিলনা স্বাগতিকদের। সেই কৌশলটা কাজেও দিয়েছে। ১২ মিনিটে মাতিপের ভাসিয়ে দেয়া বলটাকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মানে। আর মূহুর্তেই জালে পাঠিয়ে দেন। কিন্তু পুরো ম্যাচে ওই একবারই। প্রথমার্ধে ৮২ শতাংশ বল দখলে রেখেও ওয়েস্ট ব্রমের রক্ষণে ফাটল ধরাতে পারেনি অলরেডরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা কৌশল পরিবর্তন স্যাম অ্যালেডাইসের। রক্ষণ ঠিক রেখে আক্রমণেও গিয়েছে অতিথিরা। ৭২ মিনিটেই সমতায় ফিরতে পারতো ওয়েস্ট ব্রম। এ যাত্রায় লিভারপুলকে রক্ষা করেন গোলরক্ষক আলিসন।

কিন্তু, দশ মিনিটের ব্যবধানে আর পারেননি। কর্নার থেকে ভেসে আসা বলটাকে নিঁখুত হেডে জালে জড়ান আজাই। সেই সঙ্গে লিভারপুলের পূর্ণ পয়েন্টেও ভাগ বসায় তালিকার তলানির দলটা।

পয়েন্ট হারিয়েও লিভারপুল রয়েছে তালিকার শীর্ষে। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট অলরেডদের। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এভারটন দুইয়ে, ২৮ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে আছে।

Advertisement
Share.

Leave A Reply