fbpx

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২২ রানে (ডিএলএস মেথডে) হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৯ ওভার ২ বলে ২০৭ রান করে বাংলাদেশ। পরবর্তীতে বৃষ্টির কারণে ডিএলএস মেথড অনুযায়ী জয়ের জন্য ৮ ওভারে ১০৪ রানের টার্গেট দাড়ায় আইরিশদের সামনে।

নিজেদের ইনিংসের শুরুটা ভালোই করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং এবং রস অ্যাডের। নাসুম আহমেদের প্রথম ওভারে ১৮ রান তোলার পাশাপাশি নিজেদের ইনিংসের দ্বিতীয় ওভারে ১৪ রান তোলে আয়ারল্যান্ড। এরপরই ম্যাচে নিজেদের লাগাম টানে বাংলাদেশ। নিজের প্রথম ওভারে এসে ওপেনিং ব্যাটার অ্যাডেরকে ফেরান হাসান। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিলো তাসকিন আহমেদের প্রথম ওভার, সেই ওভারে তিন আইরিশ ব্যাটারকে আউট করে ম্যাচ অনেকটাই নিজেদের দিকে করে নেন তিনি। এরপর দুই ব্যাটার হ্যারি টেক্টর এবং গ্যারেথ ডিলেনি কিছুটা চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেননি। শেষমেশ ৮ ওভার শেষে আইরিশদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ৮১ রান। আইরিশদের হয়ে টেক্টর করেন সর্বোচ্চ ১৯ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই বাংলাদেশি ওপেনার লিটন দাশ এবং রনি তালুকদার। ম্যাচের চতুর্থ বলেই হ্যারি টেক্টরের বলে ছয় মারেন লিটন। এই থেকেই শুরু, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল করে রাখেন তিনি। কম যাননি রনিও।

লিটনের মতো, তিনিও একের পর বাউন্ডারির হাঁকাতে থাকেন। দলীয় ৯১ রানে ব্যক্তিগত ৪১ রানে লিটন আউট হলে রানের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে বাংলাদেশের জন্য। বেশিক্ষণ টিকতে পারেননি ব্যাটার নাজমুল হোসেন শান্তও, করেছেন মাত্র ১৪ রান।

তবে অপরপ্রান্তে ঠিকই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার রনি তালুকদার। ৩৭ বলে ৬৮ রান করে গ্রাহাম হিউমের বলে বোল্ড আউট হন তিনি। এরপর আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও, করেছেন ৩০ রান। শেষের দিকে সাকিব আল হাসানের ২০ রানের উপর ভিত্তি করে ২১৫ রানের দিকেই এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার ৪ বল আগেই নামে বৃষ্টি।

আইরিশদের হয়ে সবচেয়ে বেশি ২ উইকেট পেয়েছেন পেসার ক্রেগ ইয়াং।

Advertisement
Share.

Leave A Reply