fbpx

আইসিসির চোখে অক্টোবরের সেরা তিন খেলোয়াড়…

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পারফর্ম্যান্স বিবেচনায় আইসিসির অক্টোবর মাসের ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ এ তিন দেশের তিন খেলোয়াড় মনোনীত হয়েছেন। এদের মধ্যে আছেন ভারতের ভিরাট কোহলি, সাউথ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

আইসিসির চোখে অক্টোবরের সেরা তিন খেলোয়াড়…

 

ভিরাট কোহলি: অক্টোবর মাসে মাত্র চারটি ইনিংস খেলেন ভারতের এই সেরা ব্যাটার। যার মধ্যে তিনটিতেই ছিলেন অপরাজিত। চলতি বিশ্বকাপে পাকিস্তানের সাথে এক ম্যাজিক্যাল ইনিংস ৮২*(৫৩) খেলে ভারতকে এনে দেন জয়। যেটিকে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবেও দাবি তার। অন্যদিকে নেদারল্যান্ডসের সাথেও আছে ৬২*(৪৪) রানের ইনিংস। এর আগে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে আছে ৪৯*(২৮) ইনিংস। ক্রিকেটীয় নৈপুণ্যে ভিরাট আছেন অক্টোবর মাসের সেরা তিন খেলোয়াড়ের তালিকায়।

আইসিসির চোখে অক্টোবরের সেরা তিন খেলোয়াড়…

ডেভিড মিলার: এই হার্ডহিটার ব্যাটারের অক্টোবরটা শুরু হয় ভারতের মাঠে তাদের বিপক্ষে ১০৬*(৪৭) রানের ইনিংস খেলে। ঠিক চলতি বিশ্বকাপে সেই ভারতের বিপক্ষেই আবারো জ্বলে তার ব্যাট। মিলারের ৫৯*(৪৬) রানের ইনিংস এনে দেয় ভারতের বিপক্ষে জয়।

আইসিসির চোখে অক্টোবরের সেরা তিন খেলোয়াড়…

সিকান্দার রাজা: ক্যারিয়ারের সবচাইতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেটের এই সুপারস্টার। এই বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনবার। জিম্বাবুয়েকে সুপার টুয়েলভে নিতে সবচাইতে বড় ভূমিকা ছিলো তার। সুপার টুয়েলভে পাকিস্তানকে হারানোর ম্যাচেও হয়েছেন ম্যাচসেরা।

Advertisement
Share.

Leave A Reply