fbpx

আইসিসির ‘বর্ষসেরা’ ওয়ানডে ক্রিকেটারের তালিকায় সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ক্রিকেট ও তার নিজের জন্যই এই বছরটি গিয়েছে বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে। যে কোন দিক দিয়েই এই বছরটিকে ‘সফল’ হয়তো বলবেন না সাকিব আল হাসান।

তবে, আইসিসি অন্তত ওয়ানডে ফরম্যাটের ক্ষেত্রে সাকিবের জন্য এমনটি মনে করে না। তাইতো ‘২০২১ আইসিসি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার’ -এর মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। যে পুরস্কারটি পেলে হয়তো সাকিবের বছরের শেষটা হবে খানিকটা সাফল্যমন্ডিত।

সাকিব এই বছর ব্যাট হাতে ৯টি ওয়ানডে ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন, দু’টি ফিফটি করেছেন। সেরা ইনিংস ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে হারারের সেই ৯৬। যেখানে প্রায় হারতে বসা একটি ম্যাচ নিজের হাতে জিতিয়ে ফিরেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়াও, বল হাতে ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট।

সাকিব ছাড়াও এই তালিকায় অন্যান্যরা হলেন পাকিস্তানের বাবর আজম, সাউথ আফ্রিকার ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

Advertisement
Share.

Leave A Reply