fbpx

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ৪ ভারতীয়, নেই বাংলাদেশের কেউ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ঘোষণা করা দলে সূর্যকুমারসহ আছেন ৪ ভারতীয়। তবে এই দলে জায়গা পাননি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার। ভারত বাদে এশিয়ার অন্য কোনো দেশের ক্রিকেটারও।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে দুজন জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে থেকে। এ ছাড়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের আছেন একজন করে। আইসিসি সহযোগী সদস্যদেশ উগান্ডারও আছেন একজন।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল: যশ্বসী জয়সওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান  (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার (অধিনায়ক, ভারত), মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আল্পেশ রামজানি (উগান্ডা), মার্ক অ্যাডেয়ার (আয়ারল্যান্ড), রবি বিষ্ণয় (ভারত), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

Advertisement
Share.

Leave A Reply